ব্যাচ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। ক্লাস টাইম প্রতি শনিবার রাত ০৮ টায়।
মানব জীবনে সবচাইতে বড় ইনভেসমেন্ট নিজের স্কিল ডেভলপমেন্ট এর পেছনে খরচ করা। তাই আমরা ছোট থেকেই স্কুল , কলেজ , ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আসছি পরবর্তীতে ভালো কিছু পাবার / করার আসায়। আমরা সকলেই চাই ক্যারিয়ার ডেভলপ কিন্তু ক্যারিয়ার ডেভলপমেন্ট এর জন্য আমরা নিজেরা কি করেছি এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই নেই। আমার মতে ক্যারিয়ার ডেভলপমেন্ট করার জন্য দরকার স্কিল যা আমাকে আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে।
ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার ডেভলপমেন্ট করা সম্ভব। কিন্তু এর জন্য দরকার সঠিক গাইড লাইন। আমাদের এই অনলাইন কোর্স টি আপনাকে দিতে পারে সেই সঠিক গাইড লাইন যা আপনাকে সফল করতে সহযোগিতা করবে। কারণ আমি নিজে অনলাইনে আয় করতে সফল হয়েছি এবং এই পর্যন্ত ২০০০ অধিক স্টুডেন্টকে সফল করতে সহযোগিতা করতে পেরেছি। স্কিল ডেভলপমেন্টের জন্য আপনি গুগল কিংবা ইউটুবের হেল্প নিতে পারেন। ইউটুব কিংবা গুগলে যখন আপনি সার্চ করবেন তখন হাজারো ভিডিও আসবে ,
আপনি কি জানেন কোন ভিডিওটি আপনার জন্য , কোন ভিডিওটি দেখলে আপনি সঠিক ভাবে শিখতে পারবেন। ইউটুব গুগল আপনাকে অনেক রিসোর্স দেবে সাজেশন দেবে কিন্তু একজাক্ট সল্যুশন দেবে না। আর অনলাইনে সফল হওয়ার জন্য সাজেশন দরকার নেই দরকার একজাক্ট সল্যুশন। যা আপনি কখনোই ফ্রি তে পাবেন না , ফ্রীতে শুদু সাজেশন পাওয়া যায় একজাক্ট সল্যুশন না। এমন অনেকে আছে যারা সঠিক গাইডলাইনের অভাবে অনলাইনে সফল হতে পারে না। মনে রাখবেন সঠিক সময়ে যারা সঠিক সিদ্বান্তটি ন্যায় তারাই সফল হয়।
তাই যদি আপনি চান অনলাইনে ক্যারিয়ার ডেভলপ করতে , যদি আপনি চান অ্যাডভান্স সিপিএ পেইড মার্কেটিং শিখতে যদি আপনি চান প্রক্টিক্যালি ৪হাজার ডলারের লাইভ এডভ্যাটেগমেন্ট প্রজেক্ট দেখতে চান। তাহলে এখোনি এনরোল করুন আমাদের অ্যাডভান্স সিপিএ পেইড মার্কেটিংয়ের পেইড কোর্সে আমি দেলোয়ার খান অনিক থাকবো আপনার সাথে দেখা হবে ক্লাসে।